0

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আপনি কি নেট ব্যাঙ্কিং অথবা অনলাইন ট্রাঞ্জেকশন করেন ?

নমস্কার! আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে আমরা প্রায় সবাই কোনো না কোনো ভাবে অনলাইন ট্রাঞ্জেকশনের সাথে জড়িত আর আজকের এই কোভিড পরিস্থিতিতে তো অনলাইন ট্রাঞ্জেকশন পূর্বের তুলনায় বহু গুন বেড়ে গেছে, ছোট্ট একটি ক্লিকেই  টাকা পাঠানো হচ্ছে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে আর এর মাঝেই লুকিয়ে আছে বিপদ আপনার ছোট্ট একটু ভুলের কারণে নিমেষে উধাও হয়ে যেতে পারে আপনার কষ্টার্জিত অৰ্থ। তাই এই ব্লগটি সম্পূর্ন পড়ুন এখানে আমি এমন কিছু গুরুত্ব পূর্ন বিষয় উল্লেখ করেছি যা আপনার অনলাইন ট্রাঞ্জেকশনকে আরও সুরক্ষিত করবে।


RBI এর দেওয়া তথ্য অনুযায়ী শুধু মাত্র ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ৭১,৫০০কোট টাকার ব্যাংক জালিয়াতি হয়েছে এবং প্রায়  ৬৮০০ জনেরও বেশি মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন।

Img Source: India TV




অনলাইন যে কোনো প্রকার ট্রাঞ্জেকশন করার সময় যেসব বিষয় গুলির উপর আপনাকে নজর রাখতে হবে সে গুলি আমি নিচে উল্লেখ করলাম:

■ আপনি যেগুলি করবেন:

● আপনার নেট ব্যাঙ্কিং এর user Id এবং Password সর্বদা নিজের কাছে সুরক্ষিত রাখবেন।

● নেট ব্যাঙ্কিং করার সময় আপনার নির্দিষ্ট ব্যাঙ্কের Website টি ভালো করে চিনে নিন এবং নিশ্চিত হয়ে তারপরেই ট্রাঞ্জেকশন করুন।

● Password সর্বদা জটিল ভাবে তৈরি করবেন( Mixed with Letter, Number & Special Character )

● কিছু দিন অন্তর Password পরিবর্তন করে নেবেন।

● ট্রাঞ্জেকশন শেষে সর্বদা প্রোফাইল লগআউট করবেন।

● আপনি যে কম্পিউটার ব্যাবহার করে নেট ব্যাঙ্কিং করেন সেটিতে একটি Paid Antivirus ইন্সটল করে রাখবেন এবং সময়মতো আপডেট করে নেবেন।

● আপনি যদি মোবাইল ব্যাবহার করে নেট ব্যাঙ্কিং করে থাকেন তাহলে আপনি যে কোম্পানির মোবাইল ব্যাবহার করছেন ওই কোম্পানির দেওয়া Scanning App ব্যাবহার করে ডিভাইসটি নিয়মিত স্ক্যান করবেন।

● আপনি যে Payment App গুলি ব্যাবহার করেন সেগুলিতে অবশ্যই App Lock ব্যাবহার করবেন।

● কোনো শপিং সাইট বা অন্য কোনো ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করার সময় ওই নির্দিষ্ট সাইট টি SSL- Secure কিনা তা দেখে নেবেন।

মনে রাখবেন SSL-Secure Website এর লিংক সর্বদা https:// দিয়ে শুরু হয় এবং ব্রাউসার এ ওপেন হওয়ার পর লিংকের বামদিকে সবুজ রঙের চাবির চিন্হ দেখতে পাওয়া যায়।

■ আপনি কি কি করবেন না:

● আপনার User Id এবং Password কখনো অন্য কারও সাথে শেয়ার করবেন না।


● মোবাইল ফোনে ATM কার্ডের পিন , UPI পিন, নেট ব্যাঙ্কিং এর User Id & Password এইগুলি কখনোই সেভ করে রাখবেন না।

● কোনো পাবলিক Wi-fi ব্যাবহার করে অনলাইন ট্রাঞ্জেকশন করবেন না।

● শপিং মল অথবা সাইবার ক্যাফের কম্পিউটার ব্যাবহার করে অনলাইন ট্রাঞ্জেকশন করবেন না।

● ব্রাউজার কে কখনোই আপনার User Id এবং Password সেভ করে রাখার অনুমতি দেবেন না।

● অপিরিচিত কোনো মেইল বা লিংক গুলিতে ক্লিক করবেননা এতে আপনার সিস্টেমে Virus Attack হতে পারে।

● অপিরিচিত কোনো Software মোবাইল বা কম্পিউটারে ইন্সটল করে রাখবেন না।

● নিজের ATM কার্ডের নম্বর, পিন, CVV Code এইগুলি কারো সাথে শেয়ার করবেন না।

● ব্যাংক থেকে আসা OTP দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে শেয়ার করবেন না।

● যে কোনো Software কে নিজের ডিভাইসের যে কোনো অংশ Access দেওয়ার আগে ভালো করে পড়ে নেবেন এবং তারপরেই Agree করবেন।

● অপিরিচিত ফোন কল যে গুলি আপনাকে KYC , আধার আপডেট ইত্যাদি করে দেওয়ার নাম করে কল করে সেগুলি থেকে বিরত থাকুন।
  মনে রাখবেন ব্যাংক কখনোই আপনাকে এই ধরণের কল করেনা।

● KYC করে দেওয়ার নাম করে কেউ কোনো APP ইন্সটল করতে বললে কখনোই করবেন না।

● মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিভিন্ন প্রকার লটারির আয়োজন করে থাকে প্রতারকরা। আপনাকে আমি বলবো এই ধরণের লটারি প্রতিযোগিতা থেকে বিরত থাকার জন্য।

● ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী বিহীন ATM গুলিকে এড়িয়ে চলায় ভালো।
  
    উপরিউক্ত বিষয় গুলি অনুসরণ করলে আপনি অনেকটাই নিরাপদে আপনার অনলাইন ট্রাঞ্জেকশন গুলি করতে পারবেন তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রতারক চক্র গুলিও তাদের প্রতারণা করার পন্থা গুলি পরিবর্তন করে থাকে এব্যাপারে আপনাকে সর্বদা সচেতন থাকতে হবে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে যতজন মানুষ ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন তার ৭০ শতাংশই হয়েছে ফোন কলের দ্বারা তাই আমি আপনাদের আবার বলবো এই ধরণের কল গুলিকে এড়িয়ে চলতে।

■ সবকিছুর পরেও কেউ প্রতারণার শিকার হলে তখন কি করবেন?

প্রথমেই বলে রাখি যে আপনি যদি সচেতন থাকেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভবনা একেবারেই থাকবেনা কিন্তু এর পরেও যদি কোনো কারণে কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে তাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো তার নির্দিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে Bank Account & ATM card টিকে ব্লক করে নিতে হবে এর পর যত দ্রুত সম্ভব সাইবার ক্রাইম দমন সেলে একটি মামলা দায়ের করতে হবে। বর্তমানে অনলাইনে সাইবার ক্রাইমের মামলা করা যায়। আমি এখানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি,
           
            https://www.cybercrime.gov.in

আসাকরি ব্লগটি আপনাদের ভালোলাগবে আর ব্লগটি পড়ার পর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। 

            "সবাই অনলাইন  ট্রাঞ্জেকশন করুন সচেতনতার সাথে সুরক্ষিত ভাবে"

==============ধন্যবাদ==================


Post a Comment

0 Comments